পূর্ব বর্ধমানের আউসগ্রামে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউসগ্রামে। মৃত যুবকের নাম মধুসূদন বাউরি (২৮)।বাড়ি আউশগ্রামের জামতারায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মধুসূদন বাউরি পেশায় একজন লটারী বিক্রেতা।বছর সাতেক আগে মানকরের প্রীতি বাউরির সঙ্গে বিয়ে হয় মধুসূদনের।তাদের একটি শিশুকন্যা ও শিশুপুত্র আছে।মৃত মধুসূদনের বাবা নাড়ু বাউরির দাবি তাঁর ছেলে মধুকে খুন করা হয়েছে।
মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত।বেশ কয়েকবার অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে স্থানীয় নেতৃত্ব বিবাদ মিটিয়ে দেয়। মৃতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
No comments