মুখে মাস্ক লাগালে তবে মিলছে গাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র
কল্যাণ অধিকারী, নিউজ অনলাইন: হাওড়ার ধুলাগড় সবজি বাজারে সবজি কিনতে যাওয়া বহু গাড়ি চালকদের মুখে মাস্ক নই। গাড়ি থামিয়ে মাস্ক কিনিয়ে তারপর মাস্ক পড়িয়ে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে হাওড়া জেলার আমতা থানার পুলিশ। রবিবার বেলায় আমতার এন্ট্রি পয়েন্ট দশনম্বর পোলে এভাবেই নাকাচেকিং করছে পুলিশ। একাধিক পুলিশ কর্মী, সিভিক এবং র্যাফের লোকজন গাড়ি চালকদের মুখে মাস্ক না থাকলেই গাড়ি থামানো হচ্ছে। কান ধরিয়ে মাক্স ব্যবহার করবার প্রতিশ্রুতি নেওয়া হচ্ছে। তারপর মাস্ক কিনে পড়ে গাড়ি নিয়ে যাবার কথা বলা হচ্ছে। আমতা ১নং ব্লকের দশনম্বর পোলে এভাবেই চলছে পুলিশের কঠোর নজরদারি ও সচেতনতা।
No comments