হাওড়ার আমতা থানার উদ্যোগে চলছে নাকা চেকিং
কল্যাণ অধিকারী, নিউজ অনলাইন: হাওড়ার আমতার পানপুর এলাকার দশ নম্বর পোলে দিনরাত এক করে গাড়ি চেকিং এর কাজ করছে আমতা থানার পুলিশ। আমতা থেকে যে সমস্ত গাড়ি যাচ্ছে তাদের নাম ও নম্বির রেজিস্ট্রার করা হচ্ছে। গ্রামীণ এলাকা ছাড়া অন্যান্য এলাকার গাড়ি আমতার দিকে গেলেও চালকদের কাগজপত্র চেকিং এর কাজ চলছে আমতা এলাকার দশ নম্বর মোড়ে। গাড়ি চালকদের মাস্ক ব্যবহার করবার নির্দেশ দেওয়া হচ্ছে। রবিবার আমতা ১নং ব্লকে দশ নম্বর পোল এলাকায় পুলিশের নজরদারি ছিল কঠোর। আমতায় প্রবেশপথ দশ নম্বর চেকিং পয়েন্টে র্যাফ ও পুলিশের নাকাচেকিং চলছে। রানিহাটি-আমতা রাজ্য সড়কে সাধারণ গাড়ি চলাচল বন্ধ। তারপরও বিভিন্ন গাড়ি চলাচল করছে৷ আমতা থানার পুলিশের একটি টিম রবিবার নাকাচেকিং শুরু করে। ওই টিমে দু'জন অফিসার ছাড়াও র্যাফ এবং সিভিক রয়েছে।
No comments