প্রায় ১৯০০ শ্রমিক নিয়ে ব্যাঙ্গালোর থেকে বাঁকুড়ায় ফিরতে চলেছে শ্রমিক স্পেশাল ট্রেন
জয় জীবন গোস্বামী, নিউজ অনলাইন: বাঁকুড়া : শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করে ভিন রাজ্য বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরবেন প্রায় ১৯০০ শ্রমিক। রেল সূত্রে জানা যায় বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ওই ট্রেন বাঁকুড়ায় এসে পৌঁছবে। বাঁকুড়ার পাশাপাশি ওই ট্রেনে প্রতিবেশী জেলা ঝাড়গ্রামেরও বেশ কিছু শ্রমিক রয়েছেন।বাঁকুড়া স্টেশন চত্বর ও চত্ত্বরের কিছু অংশ সহ ওভার ব্রীজ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।তার সাথে চুন দিয়ে গোল দাগ দিয়ে দূরত্ব বজায় রাখার ব্যবস্থাও করা হল প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন তরফে জানানো যায় ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের স্টেশনে নামার পর প্রত্যেকটি শ্রমিকের থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে একদিকে তাদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করা হবে মেডিকেল টিম তৈরি করে ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
No comments