হালিশহরে সবজি বিক্রেতার উপর দুষ্কৃতী হামলা, আহত ৩
সৌভিক সরকার, নিউজ অনলাইন: শনিবার রাত্রিবেলা হালিশহরে সবজি বিক্রেতা ও গ্রাহকের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল রাত্রিবেলা হালিশহর বারেন্দ্র গলি সংলগ্ন এলাকায় সবজি বিক্রি করছিল অসীম শিল। সেই সময় স্কুটি ও বাইকে চেপে চারজন দুষ্কৃতী এসে তাদের উপরহামলা চালায়। লুট করার চেষ্টা করে টাকা-পয়সা। সেইসময় বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় সবজি বিক্রেতা অসীম শীল (৫২) সহ, সন্তু দে এবং অভিজিৎ তালুকদার দুই জন গ্রাহক। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কি কারনে এই দুষ্কৃতী হামলা এবং করা এর পিছনে জড়িত।
No comments