Recent comments

ads header

Breaking News

রাঁচি থেকে নিজেদের বাড়ি ফিরিয়ে আনার আর্জি জানালো ভাটপাড়ার ৮ শ্রমিক


সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর ২৪ পরগণার ভাটপাড়া থানার মাদরাল গ্রামের রাঁচীতে কাজ করতে গিয়ে আটকে ৮ জন ব্যাক্তি। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেভাবে রাজস্থান থেকে পড়ুয়াদের এনেছেন সেভাবে তাদের জন্য একটু ভাবুন।  চরম আতঙ্কে দিন কাটছে। রাঁচীর বরিয়াত পুর থানার মোরাবাদী এলাকায় একটি বেসমেন্টে তারা থাকছেন। অপরিসর জায়গা মশা, মাছির উপদ্রবে জের বার।পরিবারের তরফে ধারদেনা করে যা পঠিয়েছে  তা শেষ।বারিয়াত থানা ও ডেপটি কমিশনারের কাছে গিয়ে কোনো লাভ হচ্ছেনা।
পরিবারের তরফে ভাটপাড়া থানা,বারাকপুর মহকুমাশাসক,পুলিশ কমিশনারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি।চরম দুশ্চিন্তায় দিন কাটছে ৮ জন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারদের।

No comments