ব্যাঙ্গালোর থেকে নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার আর্জি জানালো পাঁশকুড়ার ৫ নার্সিং ছাত্রী
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ব্যাঙ্গালুরুর ধ্বন্বন্তরি নার্সিং কলেজে পড়াশুনো করতে গিয়ে আটকে পড়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের ৫ ছাত্রী।করোনার কারনে চলছে লকডাউন। আর তারই জেরে আটকে পড়েছেন বাংলার এই পাঁচজন নার্সিং পাঠরতা ছাত্রী।রবিবার সকালে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পূর্ত ও সড়ক পরিবহন কর্মাধ্যক্ষ তরুন ভট্টাচার্যের কাছে ছাত্রীরা মোবাইলে ফোন করেন এবং একটি ভিডিও বার্তা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য পাঠান।সেখানে তারা মূখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান,ব্যাঙ্গালুরুতে এখন চরম কষ্টের মধ্যে আছে।যদি বাংলায় মূখ্যমন্ত্রীর তত্বাবধানে ফিরিয়ে আনেন তাহলে চিন্তামুক্ত হবেন।পরিবারের লোকজনও চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।এই খবর তরুন বাবুর কাছে আসামাত্রই বিষয়টি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষের কাছে বিষয়টি জানিয়েছেন বলে জানান। তবে এই মুহুর্তে পাঁশকুড়ার পাঁচছাত্রীর পরিবার চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।
No comments