Recent comments

ads header

Breaking News

কোরাইন্টাইনে সরকারি নিয়মকানুন না মানার অভিযোগে এবার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করল প্রশাসন

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: এবার এক হোম কোয়ারাইন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া করোনায় আক্রান্তের বিরুদ্ধে মামলা দায়ের করলো জেলা পুলিশ। জানা গেছে  তপনের  হোম কোয়ারিন্টিনে থাকা  এক হাতুড়ে চিকিৎসকের সোয়াব রিপোর্ট পজিটিভ আসার খবর জানতে পেরেই বাইক চালিয়ে আত্মগোপন করতে চলে গেছিলেন   মালদার ইংরেজবাজারের শ্বশুরবাড়িতে। এরপরেই হোম কোয়ারিন্টিনে থাকার সরকারি নির্দিষ্ট নিয়মকানুন না মানার কারণে তপনের ওই করোনা আক্রান্ত ব্যক্তির বিরুদ্ধে এবারে মহামারী বা জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, তপনের ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ধারায় মামলা শুরু করা হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে গত রবিবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্যাক লক থেকে তপনের রামচন্দ্রপুরের এক বাসিন্দার পজিটিভ হবার খবর আসে।ওই ব্যাক্তি হরিয়ানাতে হাতুড়ে চিকিৎসকের কাজ করতেন বেশ কয়েকবছর ধরে। সেখান থেকে তপনের ওই বাসিন্দা কিছুদিন আগেই জেলায় ফিরেছিলেন। গতকাল রাতে ওই পজিটিভ  আসার খবর পেয়েই ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু বাড়িতে কার্যত কাউকেই পাওয়া যায়নি। তবে স্বাস্থ্য দফতরের কর্মীরা পরিবারের ১৬  জনের মধ্যে মাত্র ৬ জনকে ওই রাতেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে করেন্টাইন করার ব্যবস্থ্যা করেছিল। তবে সেই রাত্রে ওই করোনা পজিটিভ আসা ব্যাক্তির হদিস পায়নি তারা।এরপরেই  করোনা আক্রান্ত ওই বাসিন্দার খোঁজ শুরু করা হয়েছিল। পরে জানা যায় যে ওই ব্যক্তি  তার পজিটিভ আসার খবর পেয়ে আত্মগোপন করতে তার শ্বশুরবাড়ি ইংরেজবাজার এলাকায় বাইক চালিয়ে চলে গিয়েছেন।  পরদিন খবর পেয়ে নিজেই নাকি আবার ফিরে ও এসেছিলেন। এদিকে তার গোটা পরিবার ভয়ে ওই রাতে ধান ক্ষেতে কাটিয়েছেন বলেও জানা গিয়েছে। ওই ব্যক্তি বা তার পরিবারের  চিকিৎসা শুরু করতে ব্যাপক বেগ পেতে হয়েছে জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরকে।  দীর্ঘ প্রায় ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় অবশেষে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাটের প্রয়াস আত্রেয়ী নামক কোভিদ হাসপাতালে ভর্তি করাতে সক্ষম হয় পুলিশ বলে জানা গেছে। পরবর্তিতে জেলা স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ ক্রমে জেলা পুলিশ ওই করোনা পজিটিভ  ব্যাক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়।

No comments