এবার করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, দক্ষিণ দামোদর এলাকায় খন্ডঘোষ এর পরে, রায়না ১নং ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের ক্ষেমতা, এবং শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের মাদানগরে করোনা থাবা বসায়। এবার করোনা আক্রান্ত যুবকের হদিস পাওয়া গেলো রায়না ২ব্লকের আলমপুর এর মালিক পাড়ায়।
জানা যায় আক্রান্ত ব্যক্তি দিল্লিতে স্টিল পালিশ এর কাজ করতো। কিছুদিন আগেই বাড়ি ফেরে ওই যুবক।
রায়না ২নং ব্লকের এর বিডিও দীপ্যমান মজুমদার জানিয়েছেন করোনা আক্রান্ত ব্যাক্তির নাম সঞ্জয় মালিক এবং পিতা কালিপদ মালিক। বিডিও আরও জানান আক্রান্ত ঐ ব্যক্তি সুস্থ আছেন, যত তাড়াতাড়ি সম্ভব কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি খাদ্যদ্রব্য পাঠানো হচ্ছে।
পাশাপাশি প্রাইমারি কন্টাক্ট এ যারা ছিল ঐ ব্যাক্তির তাদেরকে চিহ্নিত করে নমুনা সংগ্রহ করার কাজ চলছে।
No comments