Breaking News

কোলাঘাট ব্লকের কফলা গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সাহাদাত আলির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লকের কফলা গ্রামে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সেক সাহাদাত আলি( মিঠু) র উদ্যোগে লকডাউনের জেরে দুঃস্থ ছোটছোট বাচ্চাদের জন্য তুলে দেওয়া হল বেবীফুড।সাহাদাত বাবু জানান,এই লকডাউনের সময় দুঃস্থ মানুষজনদের সাহায্যার্থে অনেক রাজনৈতিক দল বা ক্লাবসংগঠন এগিয়ে এসেছেন।তবে ছোট বাচ্চাদের কথা তেমন কেউ ভাবেন না।তাই ছোটছোট বাচ্চাদের জন্য কফলা সহ পার্শ্ববর্তী এলাকার ছোটছোট বাচ্চাদের পরিবারের হাতে শুক্রবার তুলে দেওয়া হলো বেবীফুড।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লকের বিডিও মূন মোহন মন্ডল,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রাজকুমার কুন্ডু সহ বিশিষ্টজনেরা।

No comments

হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে বীজপুরের করোনা যোদ্ধাদের দেওয়া হল সম্বর্ধনা

সৌভিক সরকার, নিউজ অনলাইন: বুধবার হালিশহর বলাকা শিশুমহল ক্লাবের উদ্যোগে অভিনব প্রয়াশ দেখল গোটা বীজপুর। আমফান ঝড় ও করোনাভাইরাস প...