কুশমন্ডি ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের 5 নম্বর দেউল গ্রাম পঞ্চায়েত এবং 6 নং বেরোয় গ্রাম পঞ্চায়েতের মানিকোর, মোল্লাপাড়া কোচরা, দেওবন্দ , সহ বিভিন্ন এলাকায় গতকালের প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় ফসলের।
আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন এগ্রিকালচার দপ্তরের প্রতিনিধি সরফরাজ আহমেদ, কুশমন্ডি ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস,কুশমন্ডি ব্লক সহ অধিকর্তা অফিসের এসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মোঃ শামীম আনোয়ার, কেপিএস শাকিলা পারভিন বিশিষ্ট সমাজসেবী ও দেউল গ্রাম পঞ্চায়েত প্রধান বিনয় সরকার সহ অন্যান্যরা।
জানা যায় 5 নম্বর দেউল জিপিতে আঠারোটি মৌজায় 500 হেক্টর বোরো ধান, 455 হেক্টর পাট জমিতে নষ্ট হয়েছে।
পাশাপাশি 6 নম্বর বেরোল জিপিতে দেড়শো হেক্টর বোরো ধান 14 হেক্টর পাট গতকালের শিলা বৃষ্টিতে চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়াও লংকা পটল ভেন্ডি করলা সহ অন্যান্য সবজির প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এইদিন ক্ষতিগ্রস্ত ফসল ক্ষেত গুলি প্রদর্শন করে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
No comments