পূর্ব বর্ধমানের পোলেমপুর স্কুল পাড়া অগ্রদুত সঙ্ঘ এবং নিশ্চিন্তপুর এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: খুব তাড়াতাড়ি পৃথিবী সমস্ত কালিমা মুছে আবার আগের মতো সুন্দর স্বাভাবিক হয়ে উঠবে, এই প্রতীক্ষায় আজও পৃথিবীবাসী। সাধারণ মানুষ আজ এক চরম সংকটের সম্মুখীন। এমত অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সরকার, প্রশাসন, বেসরকারি প্রতিষ্টান থেকে শুরু করে সাধারণ মানুষও। এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিলো পূর্ব বর্ধমানের পোলেমপুর স্কুল পাড়া অগ্রদুত সঙ্ঘ এবং নিশ্চিন্তপুর S. B. I গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক কবিরুল ইসলাম। মাহে রমজানের পূর্ণ লগ্নে তারা বাড়ি বাড়ি গিয়ে ইফতারের খাদ্য সামগ্রী বন্টন করলো বিধবা এবং অসহায় দুস্থ মানুষদের। ইফতার সামগ্রী পেয়ে উৎফুল্ল এলাকাবাসী।
No comments