Recent comments

ads header

Breaking News

অশোকনগরের ১৬ নম্বর ওয়ার্ডের এক এ্যাম্বুলেন্স চালককে একঘরে করে রাখার এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাড়ার মানুষ এবং একটি ক্লাবের বিরুদ্ধে

সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর 24 পরগনা অশোকনগর:  জীবনকৃষ্ণ দে নামে এই অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ দিন কয়েক আগে চাণক্য হাসপাতাল ভর্তি থাকা এক রোগীকে তিনি তার গাড়িতে করে নিয়ে এসেছিলেন। কয়েকদিন আগে সেই রোগীটি মারা যান তখনও তাকে তিনি অশোকনগর হাসপাতালে নিয়ে আসেন । সেই খবর চাউর হয়ে যেতেই তার  অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগীকে বহন করা হয়েছে এমন অভিযোগ সরব  হয় পাড়ার বাসিন্দারা।  অশোকনগর থানার পুলিশের তরফ থেকে ১৪ দিন না বের হবার পরামর্শ দেয়া হয় বলে অভিযোগ।  জীবনবাবুর অভিযোগ এখানেই শেষ নয় এর পরে তার বাচ্চাকে পড়ানোর যে দিদিমণি তার বাড়িতে না আসার হুমকি দেয়  পাড়ার লোকেরা। এমনকি সবসময় বাড়ির সামনে থেকে যারা যাচ্ছে এবং এম্বুলেন্সের দিকে তাকিয়ে কটাক্ষ করার অভিযোগ উঠেছে । জীবনবাবুর দাবি যে মারা গিয়েছিল তিনি আগেই অসুস্থ ছিলেন । তিনি করণায়  মারা যান নি বলে চিকিৎসক সার্টিফিকেট লিখেছেন । তার পরেও তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে এবং একঘরে করে রাখা হয়েছে।  যদিও আজ সাংবাদিকদের সামনেই ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল নেতা অসিত দে ওই পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের  আশ্বস্ত করেন কোন রকম অসুবিধা হলে তিনি  পাশে আছেন।  অন্যদিকে পাড়ার লোকদের বক্তব্য তারা কোন রকম ভাবে ওই চালকের  বিরুদ্ধে কথা বলেননি। যদিও আতঙ্কের মধ্যে একমাত্র সন্তান এবং স্ত্রীকে নিয়ে দিন কাটছে জীবনবাবুর। তার অভিযোগ এমন হলে এরপর আর কোনো চালক আশঙ্কাজনক রোগীদের বহন করতে রাজি হবেন কি!

No comments