Recent comments

ads header

Breaking News

লকডাউন এর ফলে সমস্যার শিকার মানুষ, পাশে এসে দাঁড়ালো ক্লাব সংগঠন থেকে ব্যক্তি সকলেই

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
উত্তর 24 পরগনার বাগদা হেলেঞ্চা বিচিডাঙ্গা স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার সকালে 200 পরিবারের হাতে চাল ডাল সয়াবিন আলু লবণ সাবান তুলে দেয় l উপস্থিত ছিলেন এলেক্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান চায়না বিশ্বাস সহ ক্লাব কর্তারা l

 অন্যদিকে কনিয়ারা ১- নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব হুদার বাসিন্দা সুশীল বিশ্বাস নিজের উদ্যোগে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক অঘোর চন্দ্র হালদার, ও পুলিশ কর্তারা l

 সুশীল বিশ্বাসের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা l লকডাউনের ফলে কাজ নেই তারমধ্যে সুশীল বিশ্বাস এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি তারা l

No comments