রায়না ১ নং ব্লকের হিজলনা অঞ্চলে, যৎসাদি গ্রামে, যৎসাদি উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের একদিনের বেতন দান করেলন দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নং ব্লকের হিজলনা অঞ্চলে, যৎসাদি গ্রামে, যৎসাদি উচ্চবিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা দের উদ্যোগে, তাঁদের একদিনের বেতন থেকে ত্রাণ ক্রয় করে, উক্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বিলি করলেন। উদ্যোগীরা হলেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, সহকারী প্রধান শিক্ষক সামসের মল্লিক, বিদ্যালয় এর স্টাফ কাউন্সিল সেক্রেটারি রঘুনাথ ধারা, এবং মির্জা বসিরউদ্দীন সহ অন্যান্য রা। শিক্ষকদের এই প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন যৎসাদি গ্রামবাসীরা।
No comments