হিলি সীমান্তে দুস্থ গ্রামবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: দক্ষিন দিনাজপুর জেলার ভারত - বাংলাদেশের সীমান্ত হিলি সীমান্ত,আজ এই হিলি সীমান্তের জামালপুর,প্রাঞ্জুল,আগরা, দক্ষিন পাড়া কাঁটাতারের গায়ে লাগোনো এপার - ওপারের প্রত্যন্ত গ্রামগুলির গরীব, দুঃস্থ ভারতীয় নাগরিকদের এই লকডাউনের মধ্যে কাজ হারানো শ্রমিক,কৃষকদের মধ্যে চাল,ডাল,আলু সহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে সাহায্য করলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া অর্পিতা ঘোষ মহাশয়া, সাথে উপস্থিত ছিলেন জেলা CWC চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রীদেবাশীষ মজুমদার, হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মিহির সরকার,জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের *সভানেত্রী শ্রীমতী মিঠু জোয়ার্দার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ
No comments