শবে বরাতের জমায়েত এড়াতে স্থানীয় মানুষদের অনুরোধ জানালেন বিধাননগর পুরনিগমের এক নম্বর ব্যুরো চেয়ারম্যান শাহনয়াজ আলি মন্ডল
নিউজ অনলাইন: করোনা মোকাবিলায় রাজারহাটের জগারডাঙ্গায় শবে বরাতের জমায়েত এড়াতে স্থানীয় মানুষদের অনুরোধ জানালেন বিধাননগর পুরনিগমের এক নম্বর বড় চেয়ারম্যান শাহনয়াজ আলী মন্ডল ওরফে ডাম্পি। শবে বরাত উপলক্ষে কবর জিয়ারত এবং মসজিদে যাতে জমায়েত না করা হয় এজন্যই আজ সাধারণ মানুষকে সচেতন করেন বোরো চেয়ারম্যান শাহনওয়াজ। শবে বরাত যাতে ঘরে পালন করা হয় সেই সম্পর্কে স্থানীয় মানুষদের অনুরোধ করেন তিনি। একইসঙ্গে লকডাউন ভেঙে শবেবরাতের জন্য বিভিন্ন সামগ্রী যাতে কিনতে না বেরোতে হয় তার জন্য স্থানীয় মানুষদের সুজি, ডাল ও চিনি উপহার দিলেন তিনি। এদিন শাহবাজ আলী মন্ডল বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবেদন করেছেন যাতে সংখ্যালঘু মানুষ শবে বরাত উপলক্ষে করোনা মোকাবিলায় তাদের ঘর থেকে না বেরোয় এবং মসজিদে কিংবা কবরস্থানে জমায়েত না করে। একই সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে যাতে এই করোনা দ্রুত বিদায় নেয়। এবং কঠিন সময় দূর হয়।
No comments