প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দেউলিয়া রাইজিং স্টার ক্লাবের উদ্যোগে আজ দুপুরে ভবঘুরেদের পাশে দাঁড়ালো এই সংস্থা।আজ কোলাঘাট,দেউলিয়া ও মেচেদা বাজার এলাকায় ভবগুরেদের মাংস ভাত ও রাতের খাবারও দেওয়া হয়।আজ ১০০ জন দুঃস্থ ও ভবঘুরেদের এই খাবার দেওয়া হয়
No comments