খুলতে চলেছে ফুলের বাজার
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম বড় দুটি ফুলের বাজার হল কোলাঘাট স্টেশন সংলগ্ন এলাকার মাঠে ফুলের বাজার ও দ্বিতীয়ত কোলাঘাট থানার দেউলিয়া বাজারের ফুলের বাজার ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে আংশিক ফুলের বাজার খুললেও আগামীকাল থেকে পুরোদমে ফুলের বাজার খুলবে বলে স্থানীয় সূত্রের খবর ।
আজ ঐ এলাকা গুলির বাজার কমিটির কর্তৃপক্ষরা একটি মিটিং ডেকেছেন এবং ওখানেই সিদ্ধান্ত নেওয়া হবে ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে ফুলের বাজারে আসা কৃষকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাজার চালানোর ব্যবস্থা করা হবে ।
বাজার কমিটি গুলি কাছে লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে বাজার চালানো বাজার কমিটির কাছে চ্যালেঞ্জ ।
কৃষকদের বক্তব্য তাদের ফুলের ব্যবসা চালাতে যেটা সব থেকে আগে প্রয়োজন তা হল পরিবহণ, পরিবহণ ঠিকঠাক না চললে তারা ব্যবসা করবে কি করে সেটাই তাদের এখন প্রশ্ন ।
No comments