Breaking News

বৃদ্ধাশ্রমের দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো বীজপুর উত্তীর্ণের সদস্যরা

স্বর্ণদ্বীপ সূত্রধর,নিউজ অনলাইন : বীজপুর উত্তীর্ণ বিগত দিনগুলি র মত আজ ৭-৪-২০২০ বীজপুর এর মাটি ছেড়ে নদীয়া জেলার কাটাগঞ্জ স্বামী বিবেকানন্দ অনাথ বৃদ্ধ-বৃদ্ধা সেবাশ্রমের তাদের এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন। এছাড়াও বীজপুর অঞ্চলের খুদিরাম পল্লী তে অবস্থিত কৃষ্ণকলি আশ্রমের তাদের এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিলেন। এই মহৎ কর্মকাণ্ডটি যার তত্ত্বাবধানে সুসম্পন্ন হল তিনি হলেন বীজপুর উত্তীর্ণের কর্ণধার সমাজসেবী পঞ্চানন দাস, এছাড়া যারা আজ এই মহতী কর্মকাণ্ডে যুক্ত  তারা হলেন সংস্থার সভাপতি প্রাণেশ্বর মন্ডল, সম্পাদক প্রদীপ দাস, সহ-সম্পাদক সৌরভ মল্লিক, শুক্লা শীল, কোষাধক্ষ্য গোপাল দাস, সদস্যা সীমা সরকার, সদস্য সিবেস্বর চক্রবর্তী, শুভেন্দু দত্ত, অশোক দাস। আগামী দিনেও সমস্ত দুঃস্থ দরিদ্র ও আশ্রমের মানুষের পাশে থাকবে এই উত্তীর্ণ সংস্থা।

No comments