Recent comments

ads header

Breaking News

করোনা ভাইরাস বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে আয়োজিত হল সচেতনতা মূলক অনুষ্ঠান

প্রসূন বন্দোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা নিয়ে কার বা চিন্তা নেই।সাধারন মানুষের মনের মধ্যে ভীতির সঞ্চার ক্রমশ ঘটছে।প্রতিনিয়ত বিশ্বজুড়ে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।করোনা মহামারীর রূপ নিয়েছে।ডাক্তারদের ভাষায়,করোনের উপসর্গের বিভিন্ন পরিবর্তনও ঘটছে।জ্বর,পেটে ব্যথা থেকে শুরু করে করে বিভিন্ন নতুন নতুন রোগীর মধ্যে উপশম দেখাদিচ্ছে।তাই প্রথমেই যে করোনার একই রকমের লক্ষন ছিলো তা বর্তমানে কিছু উপসর্গ নতুন রকমের লক্ষন ডাক্তারবাবুরা রোগীদের মধ্যে লক্ষন করছেন।তাই আজ সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রামে এলাকাবাসীদের সচেতনতার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন শিশু চিকিৎসক ডাক্তার চিরঞ্জীব নায়েক একটি করোনা নিয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।তিনি জানান, বাড়িতে থেকে আরো কিকি সাবধানতা অবলম্বনের প্রয়জন সেবিষয়ে গ্রামবাসীদের জানান এই চিকিৎসক।এছাড়া এদিন প্রায় ৩০০ দুঃস্থ মানুষকে নানাভাবে সাহায্যদান করেন।এদিন ডাক্তার চিরঞ্জীব নায়েক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী উজ্জ্বল ভট্টাচার্য সহ স্থানীয় বিশিষ্ঠ ব্যাক্তিরা।

No comments