Breaking News

২৪ ঘন্টায় দু-বার ভুমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া, আতঙ্কিত সাধারন মানুষ

নিউজ অনলাইন, বাঁকুড়া, ৮ এপ্রিলঃ ২৪ ঘন্টায় দু-বার ভুমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়া। গতকাল রাতে ও আজ সকালে ১১.২৪ মিনিট নাগাদ বাঁকুড়ায় মৃদু ভূমিকম্প হয়। কম্পনের সঙ্গে সঙ্গে মেঘ ডাকার মতো গুড় গুড় শব্দ হয় বলে জানিয়েছেন বিষ্ণুপুরের বাসিন্দারা। লকডাউন অমান্য করে আতঙ্কে ঘর ছেড়ে অনেকেই বেরিয়ে পড়ে ঘরবন্দি মানুষ। দিশেহারা হয়ে রাতারাতি রাস্তায় নেমে আসেন তাঁরা। জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
প্রথম কম্পন অনুভূত হয় ১১টা ১৯ মিনিটে। এর উৎসস্থল লাক্ষাদ্বীপ বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পন স্থায়ী হয় ২ সেকেন্ড। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১ টা ২৪ মিনিটে। এর উৎসস্থল দুর্গাপুর থেকে ২১ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পন স্থায়ী হয় প্রায় ৬ সেকেন্ড। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবরাখবর পাওয়া যায়নি। মেলেনি কোনও হতাহতের খবরও।

No comments