খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রামে আগুনে ভস্মীভূত বাড়ি
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতের অধীন শুনিয়া গ্রামে গতকাল মধ্যরাত্রে আগুনে ভস্মীভূত হয় একটি খড়ের পালুই সহ পাশের একটি মাটির বসত বাড়ি। খড়ের পালুই এর মালিক শেখ মহম্মদ আলী বলেন রাত্রি ১২ টা নাগাদ প্রতিবেশীদের চিৎকারে বাইরে বেরিয়ে এসে দেখি খড়ের পালুই দাউ দাউ করে জ্বলছে। পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে, এবং ফায়ার-ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেড পৌঁছানোর আগে গ্রামের মানুষরা সেচের জল পাম্প দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। ফায়ার ব্রিগেডের আধিকারিক এবং কর্মীরা অতি দ্রুত তৎপরতার সঙ্গে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে কিন্তু আগুন আয়ত্তে আসার আগেই ভস্মীভূত হয়ে যায় গোটা পালুই এর প্রায় ১৮ কাহন খড়। এবং পাশের বাসিন্দা সেখ মোহন এর বাড়ির বেশ কিছু সম্পত্তি সহ পুরো খড় এর চাল টি পুড়ে যায়। কে বা কারা আগুন লাগানো বা কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি বলে জানান শেখ মহম্মদ আলী।
No comments