স্ত্রীকে বাড়ি ফেরাতে মাকে খুন, গ্রেপ্তার ছেলে
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাট পাতিলা পারুইপাড়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের সুমিত্রা বিশ্বাসকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে ছেলে জয়গোপাল বিশ্বাস। খবর পেয়ে ছেলেকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ।
তদন্তে নেমে বাগদা থানা পুলিশ জানতে পেরেছে ১২ বছর আগে বিয়ে হয়েছিল জয়গোপালের একটি ছেলে এবং একটি মেয়ে আছে তাদের। সাংসারিক অশান্তির কারণে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। স্ত্রীর সঙ্গে সাম্প্রতিক ফোনে কথোপকথন হয়ে জয়গোপালের। মাকে মেরে ফেললে স্ত্রী তার সঙ্গে সংসার করবে সেই ভেবেই মাকে খুন করেছে জয় গোপাল। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বাগদা থানা পুলিশ।
যদিও স্থানীয় সূত্রে খবর স্ত্রী চলে যাওয়ার পর থেকেই জয় গোপাল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সেই কারণেই এই বিপত্তি সে ঘটিয়েছে। বৃহস্পতিবার ধৃত জয়গোপালকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
No comments