প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পটাশপুর:পূর্ব মেদিনীপুরঃ দেশজুড়ে লকডাউন অব্যাহত।তার উপরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়।এই ঝড় ও লকডাউনে ব্যপক ক্ষতির মুখে পূর্ব মেদিনীপুরের বরোধান চাষীরা।পটাশপুর -১ এর পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি তাপস মাঝি জানান- জেলার সঙ্গে বাদ নেই আমার এলাকার বরো চাষীরা, ধান চাষীদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেছি এবং ক্ষতিগ্রস্ত চাষিদের প্রয়োজনীয় সহ যোগিতা করছেন বলে জানান। তিনি বলেন শুনছি কিছু কিছু জায়গায় ধান কাটা মেশিনের মালিকপক্ষ চাষীদের কাছ থেকে বেশি পয়সা নিচ্ছেন। চাষীদের থেকে সুনির্দিষ্ট অভিযোগ এলে মেশিন মালিক পক্ষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
No comments