কোলাগাট ব্লকের পানশিলা গ্রামে অল ইন্ডিয়া মাইনোরিটি এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বুধবার সকালে কোলাগাট ব্লকের পানশিলা গ্রামে AIMA র ( অল ইন্ডিয়া মাইনোরিটি এ্যাসোসিয়েশন) এর উদ্যোগে ২০০ দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন।চাল,ডাল,আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী এদিন তুলে দেওয়া হয়।শুধু মাত্র পানশিলা নয়, পার্শ্ববর্তী বেশকয়েকটি গ্রামের দুঃস্থ মানুষের এদিন খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো হয়।
No comments