প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের রায়চক বৃদ্ধাশ্রমে ২৫ জন বৃদ্ধবৃদ্ধাদের পাশে দাঁড়ালেন কোলাঘাটের বেশ কয়েকজন সমাজসেবী।এদিন রায়চক গ্রামের বৃদ্ধাবাসের আবাসিকদের ফল,বিস্কুট তুলে দেওয়া হয়।এদিন এই খাদ্যদ্রব্য তুলে দেন সমাজসেবী উজ্জ্বল ভট্টাচার্য, সুমন মাজী,উৎপল দাস সহ বিশিষ্টজনেরা।
No comments