কাঁচরাপাড়ায় লকডাউন বিধি ভেঙে রক্তদান শিবির আয়োজন করার অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
প্রসূন কর, নিউজ অনলাইন: আজ সকাল বেলায় কাঁচরাপাড়া জোড়ামন্দির এলাকায় স্থানীয় বিজেপি কর্মীদের উদ্যোগে জোরামন্দির বাসস্ট্যান্ড সংলগ্ন লিটিল স্টার ক্লাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ প্রথমেই বলেছিল যাতে এই শিবিরে কোনো জমায়েত না হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়। কিন্তু তৃণমূলের অভিযোগ বিজেপি উদ্যোক্তারা লকডাউন ভেঙে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে এই রক্তদান শিবির আয়োজন করেন। এরপরই পুলিশ এসে সেই ৩ জন বিজেপি উদ্যোক্তাকে গ্রেপ্তার করে। এরপরই বিজেপি কর্তৃপক্ষ পাল্টা তোপ দাগে তৃণমূলের উপর। তাদের অভিযোগ সম্পূর্ণভাবে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে তারা এই রক্তদান শিবির করেন তারপরেও তৃণমূল এই ভুল অভিযোগ তাদের উপর আনে। তারা এও বলেন পুলিশ প্রশাসনও শাসক দলের হয়ে কাজ করছে।
No comments