কোলাঘাট সংকেত ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট সংকেত ক্লাবের উদ্যোগে গৌরাঙ্গঘাটে বুফে সিস্টেমে ২০০ শ্রমজীবি পরিবারের হাতে তুলে দেওয়া হলো একসপ্তাহের উপযোগী রেশন। রবিবার বিকেলে এই অভিনব উদ্যোগ গ্রহন করা হয়।এরআগে লগডাউন চলাকালীন সাহায্যের হাত বাড়িয়েছিলো।আজও মানুষের কথা ভেবে এই অভিনব বুফে সিস্টেমের মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে রেশন তুলে দেওয়া হয়।
No comments