প্রশাসনের উদ্দ্যোগে কোলাঘাট পুরাতন বাজার এলাকায় করা হল সানিটাইজ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পুরাতন বাজার এলাকায় করোনা আতঙ্ক কাটাতে প্রশাসনের উদ্যোগে চললো স্যানেটাইজ।দমকলের সাহায্য নিয়ে স্যানেটাইজ করানো হয় বাজার চত্বরে।এদিন কোলাঘাট থানার পুলিশের উপস্থিতিতে এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডুর উপস্থিতিতে চলে এই কাজ।তবে আগামীতে কোলাঘাটের আরো বিভিন্ন স্থানে স্যানেটাইজ করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের,এমনটাই জানালেন রাজকুমার বাবু।প্রশাসনের এই উদ্যোগে খুশি কোলাঘাটবাসী।
No comments