লকডাউন চলাকালীন নিয়ন্ত্রন হারিয়ে টোটো উল্টে আহত হলেন এক মহিলা
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: বালুরঘাট ২৫ এপ্রিল ; লকডাউন চলাকালীন নিয়ন্ত্রন হারিয়ে টোটো উলটে আহত হলেন এক মহিলা। গুরুতর আহত অবস্থায় তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় স্থানিওরা।
ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বালুরঘাট শহরের থানা মোড়ে।
স্থানিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টোটো টি ওই মহিলা যাত্রী সমেত আরও বেশ কয়েকজনকে নিয়ে খুব জোরেই বালুরঘাট পুরসভার দিক থেকে এসে থানা মোড় ঘুড়ে চকভৃগুর দিকে যেতে গিয়েই নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায়। স্থানিওরা দেখতে পেয়ে টোটোটিকে ফের সোজা করে ততক্ষনে ওই মহিলা যাত্রী টোটো থেকে রাস্তায় পড়ে যায়।
খোদ থানার সামনে ও সিভিক ভলেন্টিয়ার থাকা সত্বেও লকডাউনের মধ্যে এভাবে বেপরোয়াভাবে টোটো চালকের ভুলে দুর্ঘটনায় ওই মহিলা যাত্রী হওয়ায় ক্ষুদ্ধ স্থানিও বাসিন্দারা।
No comments