পূর্ব বর্ধমানের কামালপুরে ইটভাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হল খাদ্য সামগ্রী
নিউজ অনলাইন, কামালপুর, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার শাঁখারী এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কামালপুর খালপাড়া অঞ্চলে ইটভাটা অ্যাসোসিয়েশনের দক্ষিণ দামোদর শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। করোনা মোকাবিলায় লকডাউন, ঘরবন্দি মানুষ। এই দিন প্রায় জন দরিদ্রের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী। তার মধ্যে ছিল চাল, মুসুর ডাল, লবণ আর মুড়ি।প্রত্যেকের হাতে স্যানিটেশনের জন্য একটি করে সাবান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রামেরই বাসিন্দা মুজামুল হক।
এই খাদ্য সামগ্রী বিতরণে সর্বাঙ্গিক ভাবে সাহায্য করেছেন ইটভাটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শৈবাল ঘোষ।
No comments