রক্তের ঘাটতি মেটাতে নৈহাটি জিআরপি র উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
নিউজ অনলাইন: আশঙ্কা ছিল আগে থেকেই। আর সেইটাই এই মুহূর্তে প্রকট হচ্ছে। করোনার আবহে সারা দেশ জুড়ে বন্ধ রক্তদান শিবিরের অনুষ্ঠান। যে সমস্ত ক্লাব গুলি রক্তদান শিবির করতো লক ডাউনের জেরে তারাও এইসময় রক্তদানের কোনো অনুষ্ঠান করতে পারছেন না। আর সেই কারনেই ব্লাড ব্যাঙ্ক গুলির ভাঁড়ার প্রায় শেষ হতে বসেছে। আর সেই মতোই আজ নৈহাটি জি.আর.পি-র উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেইখানে মোট ৩০ জন, পুলিশ কর্মী এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শুধুমাত্র তাই নয় করোনা সর্তকতাকে মাথায় রেখে এবং সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব মেনে এবং টার্মাল টেষ্ট করেই এদিন রক্তদানকারী রেল পুলিশ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে তবেই তাদের রক্ত নেওয়া হয়।
No comments