Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমানের খড় গ্রামে লকডাউনকে উপেক্ষা করে মুরগির বাচ্চা বিতরণ করার কর্মসূচি

নিউজ অনলাইন: সারা বিশ্বে যখন লকডাউন চলছে মানুষজন বাইরে বেরোতে পারছে না , দিন আনে দিন খায় মানুষজন খাবারের ব্যবস্থা ঠিকঠাক করতে পারছে না বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়াচ্ছে খাবারের ব্যবস্থা করে দিচ্ছি । ঠিক সেই সময়ই বর্ধমান দু'নম্বর ব্লকের অন্তর্গত নবস্থা 2 গ্রাম পঞ্চায়েতের খাড়গ্রামে উল্টো ছবি ধরা পরল। মুরগির বাচ্চা বিতরনের নাম করে ২১টি গ্রুপের মহিলাদের সকাল থেকে জমায়েত করে। মুড়গির গাড়ি আসে দুপুর ১২:৩০।  ওরা পাঁচটি করে বাচ্চা পাওয়া পাওয়ার কথা সে জায়গায় তিনটে করে বাচ্চা দেওয়া হচ্ছে, তা নিতে অস্বীকার করলে এবং তাদের কাগজ পাতি জমা দিলে গাড়িওয়ালা সেই কাগজ ছিঁড়ে ফেলে দেয়,  এমতাবস্তায় প্রধান মালা মন্ডল রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল এত লোকজন  দাঁড়িয়ে আছে দেখে উনি দাঁড়ান এবং জানতে চান ব্যাপারটা কি। গাড়িওয়ালা কে আটকানোর চেষ্টা করলে তখন তড়িঘড়ি মুরগির বাচ্চার গাড়িটি নিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে যান। পঞ্চায়েতের প্রধান বাচ্চা দেওয়ার ঘটনা টা জানতেন না, বিডিও জানতেন না, ব্লক প্রানী সম্পদ দপ্তরের বি.এল.ডি.ও জানতেন না । 
গ্রামে এই নিয়ে বিক্ষোভ হয়।
গ্রামের এক সদস্য বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত মুড়গির বাচ্চা বিতরন করার জন্য পাঠিয়েছেন।

No comments