রক্তের ঘাটতি মেটাতে সিদ্ধা রেডক্রস ইউনিট ও কোলাঘাট লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের অন্তর্গত সিদ্ধা গ্রামে, সিদ্ধা রেডক্রস ইউনিট ও কোলাঘাট লায়ন্স ক্লাবের যৌথসহায়তায় আয়োজন করা রক্তদান শিবির।মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এই বিশেষ উদ্যোগ।করোনা প্রকপের জেরে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ।তাই প্রশাসনিক নিয়ম মেনে ৩০ জনের লক্ষমাত্রা রেখে এই রক্তদানের আয়োজন করা হয়।এদিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু এই রক্তদানে অংশ নেন।এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মদন মোহন মন্ডল,সভাপতি তপন কুৃমার ঘোড়া এবং সমাজসেবী ভাস্কর মাইতি সহ বিশিষ্টজনেরা।
No comments