লকডাউনের মধ্যেও সংবাদপত্র তো ছাপা হচ্ছে, কিন্তু ক্রেতা খুঁজে পাওয়া দুর্বিসহ হয়ে উঠেছে
নিউজ অনলাইন: এই লকডাউন এর সময় সাধারণ মানুষকে সচেতন করতে সংবাদমাধ্যমের গুরুত্ব অস্বীকার করা যাবে না। টেলিমিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়াও সমানভাবে জীবনের ঝুঁকি নিয়ে খবর পরিবেশন করে চলেছে। কিন্তু লকডাউন এর কারনে বেশ কিছুদিন দক্ষিণ দিনাজপুর জেলায় সংবাদপত্র আসা বন্ধ ছিল এই কারণে সংবাদপত্রের বিক্রি বন্ধ ছিল যে কারণে সমস্যায় পড়েছিলেন সংবাদপত্র বিক্রেতারা। বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদ পত্র আসা শুরু করলেও করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় সংবাদপত্র বিক্রেতারা পাঠকদের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিতে পারছেন না ফলে সংবাদপত্র বিক্রেতারা রয়ে গেছেন সেই তিমিরেই। ফলতো তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। আরো জানা গেছে সংবাদপত্র বিক্রেতা দের দোকান থেকে যেটুকু বা সংবাদপত্র বিক্রি হচ্ছে তা অতি নগণ্য। এই কারণে সংবাদপত্র বিক্রেতারা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে রয়েছে। কবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সংবাদপত্র বিক্রেতারা পুনরায় তাদের নিত্য কর্মে ফিরতে পারেন এখন সেটাই দেখার।
No comments