করোনা ভাইরাস বিষয়ে পথচলতি মানুষকে সচেতন করতে বিভিন্ন রাস্তায় করা হচ্ছে আল্পনা
শিব শঙ্কর চ্যাটার্জী, নিউজ অনলাইন: করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আলপনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে। এবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের হিলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি এলাকায় আলপনার মাধ্যমে করোনা সম্পর্কিত সচেতনতা বার্তা দেওয়া হল হিলি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। হিলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পক্ষ থেকে হিলি এলাকার পৃথ্বীরাজ মোর, হিলি বাস স্ট্যান্ড চত্বর, হিলির ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া আন্তর্জাতিক চেকপোস্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আলপনা আঁকা হয়। সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে এই প্রত্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
No comments