অনলাইন ক্লাস চালু হলো পূর্ব বর্ধমান এর সেহারাবাজার এর স্যার রাসবিহারী ঘোষ একাডেমিতে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: চলছে লকডাউন, করোনা ভাইরাস এর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা। কবে হবে সেইসব পরীক্ষা তাই নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সেইসব দিক বিচার বিবেচনা করেই স্যার রাসবিহারী ঘোষ একাডেমি তে চালু হলো অনলাইন ক্লাস। পূর্ব বর্ধমানের সেহারাবাজারস্থ একটি ইংরেজি মাধ্যমের স্কুল হলো রাসবিহারী ঘোষ একাডেমি। গত 20 এপ্রিল থেকে অনলাইন ক্লাস শুরু করলো এই শিক্ষা প্রতিষ্ঠান টি। নার্সারি ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভাগের ক্লাস গুলি, বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকাগণ নিয়মিত ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য অনলাইনে ক্লাস শুরু করেছেন। এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক বৈদ্যনাথ কোনার জানান, সারা দেশে করোনা ভাইরাস এর হানায় সাধারণ মানুষ সহ অগণিত ছাত্র ছাত্রী হতাশ। সেই জায়গায় দাঁড়িয়ে এপ্রিল শিক্ষাবর্ষ শুরু হবার কথা ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। তাই স্কুলের ডিরেক্টর নিমাই মুখোপাধ্যায় এর নির্দেশে এবং আমাদের স্কুলের শিক্ষিকা ঈশিতা ম্যাডামের পরিচালনায় অনলাইন ক্লাস শুরু করেছি।
No comments