Recent comments

ads header

Breaking News

করোনা মুক্তির বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: এখন দুনিয়াব্যাপী একটা নীরব যুদ্ধ চলছে। সেই যুদ্ধে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ, প্রাণ হারিয়েছে বহু মানুষ। এইরকম একটা বিপর্যস্ত সময়ে পবিত্র মাহে রমজানের সম্মুখীন মুসলিম সম্প্রদায়। করোনা নামক মহামারী এই ভাইরাস এর প্রকোপে, দুনিয়া আক্রান্ত হয়ে প্রায় কুপোকাত। তাই এইবারের রমজান মাস অন্য যেকোনো সময়ের চাইতে একদম আলাদা। এই রমজান ভিন্ন আমেজ এর হচ্ছে তা প্রায় বলাই যায়। অন্য বছর দুনিয়া অন্তত বিষাদগ্রস্ত থাকেনা, কিন্তু এই রমজানে মুসলিম সম্প্রদায় সহ সারা দুনিয়ার মানুষ একটা বিষাদের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ হারিয়েছে পিতা, কেউ বা মাতা আবার কেউ হারিয়েছে স্ত্রী  সন্তান কেউ বা ভাই বোন।             রহমত, মাগফিরাত, আর নাজাতের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র মাহে রমজান। ইসলামের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত এই মাহে  রমজান। 
রমজান মাস মানেই সকাল সন্ধ্যা উপবাস এটা না, অনেকেই ভাবেন ও সেটা, কিন্তু আসলে এটা সাধনার মাস। 
ভারত সহ বিশ্বের বহু দেশে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় জায়গাগুলি বন্ধ। বন্ধ ইফতার পার্টিও। বলাই বাহুল্য এই মাস সবার জীবনে নিয়ে আসুক শান্তি ও কল্যাণ, মহান আল্লাহর নিকট এই প্রার্থনাকে সামনে রেখেই গৃহবন্দি থেকেই পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান।         *(কল্যাণ দত্ত )*

No comments