করোনা ভাইরাসকে আটকাতে মাস্ক ব্যবহার কতটা জরুরি ? কি বলছেন বিশেষজ্ঞরা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: করোনা ভাইরাস নিয়ে সরকারি পর্যায়ে যতই প্রচার বৃদ্ধি পাচ্ছে ততই বেশি করে গুজব ও তার সাথে অযথা আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।যারই মাঝে পড়ে আমাদের দেশের শিক্ষিত অ়শিক্ষিত দুই শ্রেণীর মানুষদের মধ্যেই দেখা যাচ্ছে মুখে মাস্ক পড়ার হিড়িক।প্রশ্ন হলো এই করোনা ভাইরাসকে আটকাতে বাজার চলতি এই মাস্কগুলোর আদৌ কি কোন গুণ আছে?বা এগুলো প্রকৃত অর্থেই এই রোগ প্রতিষেধকের কাজ করবে ? কি বলছেন এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক থেকে ফার্মালোজিষ্টরা? সম্প্রতি এই বিষয়ে বেশ কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছি যাদের সবারই বক্তব্য করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে অযথাই বেশি প্রচার চলছে। এদের বক্তব্য,প্রথমত করোনা ভাইরাস বাতাসে ছড়ায় না,দ্বিতীয় এই ভাইরাস আটকানোর জন্য যে হারে মানুষ মাস্ক ব্যবহার করছে তার সবটাই অবৈজ্ঞানিক ও অপ্রয়োজনিয়।এভাবে করোনা ভাইরাস আটকানো যায়না।কারণ যে মাস্কগুলো সচরারচর বাজারে পাওয়া যাচ্ছে তার সবগুলোই দেখুন নাক মুখ ঢাকা থাকলেও কানটা কিন্তু খোলা।চিকিৎসা বিজ্ঞান বলছে যে কোন ভাইরাস কে আটকাতে যে মাস্ক ব্যবহার করা প্রয়োজন তাতে যেন ইএন টি অর্থাৎ চোখ কান নাক সবটাই ঢাকা থাকে।
No comments