দেশের এই কঠিন সময়ে হরিনঘাটায় গ্রামবাসীদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ
নিউজ অনলাইন: সারা দেশ জুড়ে লকডাউনের কারণে সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন দিনমজুর পরিবারগুলো। এনারা রোজ কাজে না বেরোলে সেই দিনের খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। দেশ জুড়ে দেখা যাচ্ছে সরকার বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, বা কোনো রাজনৈতিক দল এইসমস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
কিন্তু এবার এইসমস্ত হতদরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দৃষ্টান্ত তৈরি করল নদিয়ার কল্যাণী এলাকার ১৫৮ ব্যাটালিয়ন বিএসএফ। গত ৮ই এপ্রিল এনারা স্থানীয় হরিনঘাটা গ্রামে গিয়ে প্রায় ২৫০ জন মানুষের হাতে নিজেদের সাধ্যমতো খাবার তুলে দেন। এই বিষয়ে ওই ব্যাটালিয়ন এর কম্যান্ডেন্ট আর এস ভান্ডারী জানিয়েছেন, " আমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং এর সমস্ত বিধি নিষেধ মেনেই এই কর্মকান্ড আয়োজন করেছিলাম। আমাদের ব্যাটালিয়ন এর নিজস্ব উদ্যোগে সবার সহযোগিতায় এই বিপদের দিনে আমরা স্থানীয় হরিনঘাটা গ্রামে কিছু মানুষের পাশে থাকার চেষ্টা করলাম।"
No comments