দিনরাত এক করে যে পুলিশ করোনা মোকাবিলায় মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করছে, তাদের শুভেচ্ছা জানালো প্রতিবেশী স্বেচ্ছাসেবী সংগঠন
নিউজ অনলাইন: দিনরাত এক করে যে পুলিশ করোনা মোকাবিলায় মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করছে, তাদের শুভেচ্ছা জানালো প্রতিবেশী স্বেচ্ছাসেবী সংগঠন। ৮ই এপ্রিল প্রতিবেশী নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উত্তর ২৪ পরগনার আথপুর ট্রাফিক গার্ডের সমস্ত পুলিশ কর্মীদের ফুল, মিষ্টি দিয়ে অভিবাদন জানানো হয়। সংগঠনের সভাপতি রুস্তম আহমেদ জানান," দিনরাত এক করে পুলিশ কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় নেমে এই মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই এলাকার পুলিশ কর্মীদের একটু ধন্যবাদ জ্ঞাপন করা হল। এতে এই সমস্ত পুলিশ কর্মীরাও একটু উজ্জীবিত হবেন।"
No comments