কোলাঘাট ব্লকের কুশাড় গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজিত হল করোনা সম্পর্কে সচেতনতা শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কুশাড় গ্রামে বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় করোনা সম্পর্কে একটি সচেতনতা শিবির।এদিন গ্রামের মানুষজনদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সম্পর্কে কি কি সাবধানতা অবলম্বন করবে, সেই বিষয়ে জানানো হয় এদিন।তবে এদিন বয়স্ক মানুষদের ও শিশুদের বাইরে না বেরোনোর কথা যেমন বলা হয়।পাশাপাশি মাস্ক পরার জন্য বারেবারে অনুরোধ করা হয়।এদিনে এলাকার দুঃস্থ ১৫০ জন মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিবেক চক্রবর্তী,মদন মন্ডল সহ বিশিষ্টজনেরা।এদিনে বিজেপি পক্ষ থেকে বলা হয়,লকডাউনের জন্য মানুষ চরম দুর্দশায় দিনকাটাচ্ছে।আগামীদিন আবারো এই এলাকায় ত্রানসাহায্য তুলে দেওয়া হবে।এছাড়া কোলাঘাট ব্লক এলাকার বিভিন্ন গ্রামে বিজেপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছে।
No comments