Recent comments

ads header

Breaking News

লকডাউনের জেরে ঘরোয়া ভাবে পালিত হল রাত গাজন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গাজন ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোকউৎসব।  এই উৎসব শিব, নীল, মনসা, ও ধর্মরাজ ঠাকুরের পূজা কেন্দ্রিক একটি উৎসব। বাংলা পঞ্জিকার চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তি তে চড়ক পূজার মাধ্যমে গাজনের সমাপ্তি ঘটে। অন্যান্য জায়গার মতো পূর্ব বর্ধমানের kaiyar অঞ্চলের তোড়কোনা গ্রামের গাজন ও শতাব্দী প্রাচীন। কিন্তু এই বছর থাবা বসালো করোনার জেরে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে পুজো কমিটি বন্ধ রাখলো গাজন উৎসব।  নিয়ম রক্ষার জন্য কিছু কেমন নিয়ম মেনে ঘরোয়া ভাবে পালিত হলো রাত গাজন।  

No comments