কোলাঘাট ব্লকের সাপুয়া হৃদয় সংঘ গনেশ পূজো বন্ধ করে অংশগ্রহণ করল সমাজ সেবায়
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: করোনা আতঙ্কে সমস্ত ধর্মেরই পূজা উপাচার বন্ধ।তাই বিভিন্ন ক্লাবসংগঠন তাদের পূজো বন্ধ রাখতে বাধ্য হয়েছে।তবে এই চরম সংকটের সময় সমাজ সেবায় অংশ নিলো।কোলাঘাট ব্লকের সাপুয়া হৃদয় সংঘের গনেশ পূজো বন্ধ করে ঐ অর্থে ৪৫০ জন মানুষকে তারা চাল,ডাল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়া ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় করোনায় মূখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী,এলাকার সমাজসেবী হাবিবুর রহমন,পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রাজকুমার কুন্ডু, কোলাঘাট ব্লকের বিডিও মদন মোহন মন্ডল সহ বিশিষ্টজনেরা।এদিনের চেকটি ক্লাবসদস্যরা বিডিওর হাতে তুলে দেন।এমনই এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
No comments