লকডাউনের জেরে নীল পুজোর দিনে বাংলার বিভিন্ন প্রান্তে ধরা পড়ল জনমানবহীন ছবি
নিউজ অনলাইন: আজ বাংলার প্রাচীন লোকউৎসব নীলপূজো। সারা বাংলার বহু স্থানের মতো কোলাঘাটে গৌরাঙ্গ ঘাটেও প্রতি বছর এই দিনে দূরদূরান্তের অসংখ্য ভক্তমন্ডলীর সমাগম ঘটত। কিন্তু এবারের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত।
সবমিলিয়ে আজকের দিনে বাংলার বিভিন্ন প্রান্তের এই জনমানবহীন ছবি বা পরিবেশ অবশ্যই সচেতনতার বার্তা বহন করছে ভাবা যায়।
No comments