পূর্ব বর্ধমানের রায়নায় জয়হিন্দ বাহিনী এবং মাদানগড় আউলিয়া হজরত দাউদসাহ মাদানী ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা জয়হিন্দ বাহিনীর উদ্যোগে ও মাদানগড় আউলিয়া হজরত দাউদসাহ মাদানী ট্রাস্ট এর পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে চার জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্ত দান করে। এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান এর জয়হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী, শেখ হালিম, রায়না বিধানসভা জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান আশীষ কুমার কুন্ডু, ট্রাস্ট এর সম্পাদক শেখ আজিজুল, সভাপতি মহ: সামসুদ্দিন ছাড়াও অন্যান্যরা।
No comments