দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
নিউজ অনলাইন: রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু নিজের বিধানসভা কেন্দ্র বিধাননগর এলাকার মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগী। আজ দ্বিতীয় পর্যায়ে ৫০ টা মিনিডোর ভর্তি করে খাদ্য সামগ্রী নিজের বিধানসভা কেন্দ্রের দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌরনিগমের যে কয়টি ওয়ার্ড আছে সব ওয়ার্ড পাঠানো হলো। সেখান থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে পুলিশি সহায়তায় জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি আরো জানান, বিধাননগর বিধানসভায় ২৪ টি ওয়ার্ড। প্রথম পর্যায়ে ২৫ হাজার পরিবারের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আজ আবার ২০ হাজার পরিবারের খাদ্য সামগ্রী পাঠানো হল। পাঁচ হাজার খাদ্য সামগ্রী ক্লাবে রাখা হয়েছে। এখান থেকে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য।
No comments