উত্তর ২৪ পরগনা জেলাকে করোনা মুক্ত করার জন্য তৎপর জেলা প্রশাসন
সৌভিক সরকার, নিউজ অনলাইন: বারাসাত মধ্যমগ্রাম সহ উত্তর চব্বিশ পরগনা জেলাকে দ্রুত করোনামুক্ত অঞ্চলে নিয়ে আসার জন্য প্রশাসনিক উদ্যোগ প্রতিনিয়ত জোরদার হয়ে চলেছে।মঙ্গলবার দিনভর বাজার ও কন্টেনমেন্ট জোন সহ সর্বত্র চলল প্রশাসনিক নজরদারি।লক ডাউনে বারাসাত ও মধ্যমগ্রামে বেশ কয়েকটি করোনা পজিটিভ কেস ধরা পড়ার পরে পুলিশের নজরদারি আরো বেড়েছে। ইতিমধ্যেই একাধিক কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে ।ড্রোন দিয়ে চলছে কন্টেনমেন্ট জোন গুলিকে পরিদর্শন। যেসব এলাকা ঘিরে রাখা আছে সেখানে মানুষকে খবর পেলেই খাদ্য সরবরাহ করছে।নাকা চেকিং জারী আছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ কে সকাল সন্ধ্যে করোনা প্রতিরোধ কর্মসূচিতে বরাবরই দেখা যাচ্ছিল। এবার রাস্তায় নেমে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। বাজার ঘাট কে নিয়ন্ত্রিত করা হয়েছে ও তাঁরা নিয়ন্ত্রিত এলাকায় মানুষের সহযোগিতা পাচ্ছেন জানালেন, চৈতালি চক্রবর্তী। পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বারাসাত পুলিশ জেলায় লক ডাউনের নির্দেশিকা ও নিষেধাজ্ঞা ভাঙ্গায় মোট ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments