সিটুর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল নারায়নপুর বাবলাতলা জ্যোতি বসু ভবনের সামনে
সৌভিক সরকার, নিউজ অনলাইন: সিটুর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল নারায়নপুর বাবলাতলায়। সিটু ১১ দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। বাবলাতলা কালিপার্ক জ্যোতি বসু ভবনের সামনে এই কর্মসূচি দেখানো হয়।
২১শে এপ্রিল সারা ভারত প্রতিবাদ দিবসে CITU দাবি।
১) শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার চেষ্টা বন্ধ করুন।
২) অবিলম্বে সমস্ত অভিবাসী/পরিযায়ী শ্রমিকদের জন্য খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।
৩) সমস্ত স্বাস্থ্য এবং জরুরী পরিষেবা কর্মীদের জন্য সুরক্ষামূলক ব্যাবস্থা জরুরী ভিত্তিতে করতে হবে।
৪) সকল চুক্তি, দৈনিক ভিত্তিক, আউটসোর্স এবং অন্যান্য শ্রমিক ও কর্মচারীদের কর্মচ্যুত করা বন্ধ করতে হবে।
৫) সকল সাংবাদিক, আইটি / আইটিস কর্মচারীদের কর্মচ্যুত করা চলবে না।
৬) সকল শ্রমিক ও কর্মচারীদের মজুরি নিশ্চিত করতে হবে।
৭) লকডাউন পিরিয়ডে সকল শ্রমিক ও কর্মচারীদের বেতন দেবার ও কর্মচ্যুত না করার ভারত সরকারের নির্দেশ অমান্য কারি নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৮) আয়কর আওতার বাইরে এমন সকল পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 7500 টাকা আগামী 3 মাস দিতে হবে।
৯) কৃষকদের কৃষি কাজ নিশ্চিত করে সমস্ত ফসলের জন্য ন্যায্য দাম এবং সংগ্রহ কেন্দ্রের ব্যাবস্থা করতে হবে।
১০) কৃষকদের চাষ, ফসল সংগ্রহ, পরিবহন ইত্যাদির জন্য আর্থিক সহায়তা দিতে হবে।
১১) শহরাঞ্চলে কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বৃদ্ধি করতে হবে, MGNREGA কাজের অধীনে বছরে 200 দিন কাজ দিতে হবে।
১২) অবিলম্বে MGNREGA কর্মীদের বকেয়া বেতন দিতে হবে।
১৩) MSME. কর্মীদের আর্থিক সহায়তা দিতে হবে।
১৪) ঘরোয়া বিবাদ বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৫) স্বনির্ভর গ্রুপগুলিতে সুদমুক্ত ব্যাংক লোন দিতে হবে।
No comments